জাগো ভাই দলে দলে

জাগো ভাই দলে দলে
শ্রোতা যত ভূমণ্ডলে
ইসলাম ও ধর্মের কাজে
হও রে আগুয়ান।।

বাঙালি যত
হিন্দু মসুলমান
নিত্য রব তোলো
সবুজ নিশান
ধর্মের এশকে হইল বিসর্জন
মনপ্রাণ শুধু ভাবে
কায়েম করে
সোনার বাংলাস্তান।।

শব্দ তোলো জয় জয়
মনে না করো ভয়
আল্লাহু আকবার বলো
যত গাজিয়ান
দেশে করো পরিপাটি
বিরোধীকে ঢালো মাটি
জানো নাকি মোরা
খাঁটি সিংহেরই সন্তান।।

লক্ষ লক্ষ সেনা পাবে
মনে না ভয় নিবে
শহিদ হইলে হবে
জান্নাতের প্রধান
যেমন কারবালাতে
শাহ হোসেনের সঙ্গে
ইয়ার ফরজন্দগণ শহিদ হইয়া
গেল তুড়ে কাফেরান।।

আমাদের ইমান
হজরত আলি বলবান
আবুবক্কর খিতাব উম্মর
আছহাবে ওসমান
আলি হোসেন শিরের তাজ
ফাতেমা গলের তাজ
হাসান হোসেন কানের বালী
নবিজি নিশান।।

থাকো সবে মিলে মিশে
যাইও না বিরোধীর বংশে
ওই সোনার বাংলা আজ
হিন্দু মুসলমান
দেশের যত নামীদামী
প্রকৃত ধর্মের কামী
দুর্বিন শাহ কয় সবে মিলি
আজি চাইতে ত্রাণ।।

(বিবিধ)