যাই চলো যাই সোনার মদিনা, মদিনা গো

যাই চলো যাই সোনার মদিনা, মদিনা গো
নবিজির দরশন বিনা
প্রাণে তো বাঁচি না, বাঁচি না গো।।

ছাড়ো তরি তাড়াতাড়ি
দেরি আর সহে না
লা-ইলাহাতে মারো বৈঠা
পাইবে ঠিকানা, ঠিকানা গো।।

নামের জোরে সাগরপারে
ভয় কিছু রবে না
ঝড় তুফানে চরণ বিনে
কাণ্ডারি ধরো না, ধরো না গো।।

হাওয়ার গুণে টেলিফোনে
খবর ভেজ না
দুর্বিন শাহ কয় শুনবেন নবি
করিবেন করুণা, করুণা গো।।

(নবি স্মরণে)