যাইও না রে বন্ধু, যাইও না

যাইও না রে বন্ধু, যাইও না
ভিন্ন বাসিও না
অবলা রে কান্দাইও না।।

নিয়া আমার মন
সঁপিয়া দিলাম যৌবন
তবু তোমার মন পাইলাম না
বন্ধু যাইতে চাও
রইতে চাও না।।

আমারে দিয়া দুখ
পাইয়াছ কত সুখ
রইলে সুখে, ফিরে আইলে না
বন্ধু এই কি তোর
মনের বাসনা।।

তোমারে বুকে রাখিয়া
থাকিব সুখী হইয়া
মনে ছিল আমার এ বাসনা
বন্ধু একা যাও
সঙ্গে নেও না।।

বলে পাগল দুর্বিন শাহ
ফুরাইল যৌবন বারিষা
যৌবন থাকিতে বন্ধু আইলা না
বন্ধু রইল আশা পুরাইলে না।।

(কুঞ্জ ভঙ্গ)