জান্নাতের ফুল ফুটল এসে
মরুর বুকে সাহারায়।
আয় গো তোরা জগতবাসী
দেখবে যদি শীঘ আয়।।
এ বিশ্বেরই সেরা নবি
আল্লার দোস্ত সঁপিয়া
আব্দুল্লারই পেশানিতে
স্থান পাইলেন আসিয়া।
আঁধার রাতে চাঁদের আলো
পাপী-তাপীর প্রাণ জুড়ায়।।
পবিত্র পদেরই ছোঁয়া
লাগল মরুর বুকেতে
আঁধারে হইল জ্যোৎস্না
সেই নুরের আলোতে।
আরশ কুরসি, লহু কলম
যে নবিজির উছিলায়।।
সোমবার দ্বাদশ তারিখে
রবিউল আউয়াল চাঁদে
সারা বিশ্বে রব উঠিল
নাচে গায় মনসাধে।
নহে রাত্র নহে দিবা
সুবেহ সাদেকের বেলায়।।
হুর গেলেমান আশায় ছিল
পাইতে সে নবির চরণ
মা আমিনার ভাগ্যগুণে
পাইল সে অমূল্য ধন।
দুর্বিন শাহ কয় ইহজীবন
কাটাইল চরণ আশায়।।
(নবি স্মরণে)