জায়গা চিনে নামাজ পড়ো সন্ধানে
নামাজ বিনে মুক্তি নাই
বলেছেন আল্লাহ কোরানে।।
মন রে-
মুর্শিদ কেবলা ঠিক করিয়া
জায়নমাজে খাড়া হইয়া
মনে রাখো খুদে খোদা
আছেন আমার সামনে
চব্বিশ হাজার ছয়শতবার
ক্বেরাতের রাখি শুমার
এক সজিদায় পড়ে থাকো
মুর্শিদ বরজক ধ্যানে।।
মন রে-
কুলুবিল মমিনিন আরশিলা
কোরানে বলেছেন আল্লাহ
মুর্শিদের ক্বলব পুরে খেলিতেছেন নির্জনে
এই যে সারা বিশ্বজুড়ে
মকরূমে সজিদা করে
সে জায়গায় সজিদা দিলে
নামাজ হবে কেমনে।।
মন রে-
কেবল এই আদমের পায়
মকরূমে না শির ঝোঁকায়
শয়তান বলে দোষী তায়
করলেন নিরঞ্জনে
এসব কথা ভুলে গিয়া
নামাজ পড়ো কই বসিয়া
জায়নমাজটা না চিনিয়া
ঢুস দিও না ময়দানে।।
মন রে-
সাকার খোদা মক্কায় নাই
কোরানে খুলে দেখো ভাই
আদমপুরে বিরাজ করে
চিনে নেওয়ার কারণে
তাই বলি মন কথা মানো
ফয়েজ আগে টেনে আনো
শরমের পর্দা তুলে ধরো
দেখবে তারে নয়নে।।
মন রে-
মুর্শিদকে করলে
এতেক্বাদ মকরূম যাবে হইয়া তফাৎ
মিটে যাবে মনের সাধ
দেখবে তারে ধ্যানে
সুন্নত ফরজ আদায় হবে
জায়নামাজে মুর্শিদ পাবে
দুর্বিন শাহ কয় ভয় রবে না
ছরকত মৌওত মিজানে।।
(মারিফততত্ত্ব)