যে যাবে গো কালো যমুনায়

যে যাবে গো কালো যমুনায়
শ্যামনগর কালিয়ার বাঁশি ডাকে
তোরা আয় গো আয়।।

এই বাঁশি কি জাদু জানে
মনপ্রাণ সহিতে টানে গো
কুলায় না এ পোড়াপ্রাণে
দেহ ছেড়ে যাইতে চায়।।

সখি তারে করো মানা
বাঁশি যেন আর বাজায় না গো
নইলে কুলমান রবে না
ছাই দিব কুলের মাথায়।।

যখন রাধা রাধা বলে
এ দুঃখিনীর প্রাণি জ্বলে গো
বাইর হই জলেরই ছলে
দেখি কই বাঁশি বাজায়।।

বাঁশির সুর হয় কুলনাশা
আমারে করল দুর্দশা গো
বলে পাগল এ দুর্বিন শাহ
গৃহে থাকা হলো দায়।।

(রাইবিচ্ছেদ)