জগত জননী মাতা, ফাতেমা আমার

জগত জননী মাতা, ফাতেমা আমার।
বিশ্ব দুলালী বেটি, নবি মোস্তফার।।

তুমি নুরী প্রতিমা
খোদ আল্লাহতালায় তোমায়, ডাকিয়াছে মা
তুমি সকলেরই মা।
হাসরে করাইবেন ক্ষমা, যত গোনাহগার।।

তুমি খাতুনে জান্নাত
হাতে ধরে পার করিবে, কঠিন পুলসেরাত
যত মায়েরই জামাত।
সবের আগে বেহেস্তে যাওয়ার, তব অধিকার।।

হাশরের দিনে
শহিদের দাবি জানাইবেন, খোদার সামনে
বাবার উম্মতের জন্যে।
দুর্বিন শাহ কয় মায়ের দাবি, আমরা হব পার।।

(নবি স্মরণে)