যখন নদী হয় উতলা

যখন নদী হয় উতলা
নদীর পাকে পড়ে
কত সাধু মরে ধরে
কাম কুম্ভীরে
হইয়া পাগেলা।।

সেই নদীর বাঁকে
যখন হুমা ডাকে
অনুরাগের তুফান
ছোটে সে বেলা
নদীর চিত্রপটে
ত্রিবেণীর ঘাটে
সাধু-ফকিরগণে
করে খেলা।।

ঘাটে তিন মহাজন
না-যায় চিনন
তাদের হাতে
মালের ভাণ্ডার
রইয়াছে খোলা
আগে নুরনবি
পাছে আদম ছফি
মাঝখানে সাঁই কুদরতুল্লা।।

নদীর কারিগরি
শুনো মন বেপারি
সাড়ে তিন প্যাঁচধারী
অতীতের গোলা
আসিলে জোয়ার
ডুবায় নদীর পার
তিনদিন থাকে কারবার
ঘাটেরই মেলা।।

(কামতত্ত্ব)