কদমতলায় বাজায় বাঁশি গো
ও তোর বন্ধু কালোশশী
জল আনিতে যাইও না রাধে
লাগবে প্রেমফাঁসি।।
দেখিলে সেই কালো রূপ
হইবে তার দাসী
হাতে বাঁশি মাথে চূড়া
শ্যামনগর বিদেশি।।
জাতি কুলমান নিবে
নিবে মুখের হাসি
নগরের লোকে তোমায়
বলবে রাধা দোষী।।
চক্ষের জল বারণ হইবে না
কাঁদবে দিবানিশি
দুর্বিন শাহ কয় সব ছাড়িয়া
হইতাম উদাসী।।
(রাধার সনে সখির উক্তি)