কাইন্দ না রাই কমলিনী

কাইন্দ না রাই কমলিনী
পিরিতি করিয়া গেল ছাড়িয়া
আসবে না শ্যামগুণমণি।।

মনেরই উল্লাসে মজে রঙ্গরসে
আনন্দে বসে সঁপেছ প্রাণী
কান্দ কেন এখন পাগলেরই মতন
গেল সোনার যৌবন সুখের যামিনী।।

পুরুষ ভ্রমরা জানো নাকি তোরা
বাগানে ফুটিলে ফুল করে গুন্‌গুনি
ফুলে মধু থাকিলে ভ্রমরা সকলে
প্রেমানন্দে খেলে দিন-রজনী।।

মধু গেলে ফুরাইয়া ভ্রমরা যাবে উড়িয়া
আসে না আর থাকিতে প্রাণী
নতুন বাগান যেথা মজিল সেথা
তুমি কান্দ বৃথা হইয়া দুঃখিনী।।

মিছা গেল জীবন সকলই অকারণ
হবে যে মরণ ভাবে জানি
বলে দুর্বিন শায় প্রেমেরই দুর্দশায়
জীবন গেল আশায় নাই যামিনী।।

(রাধার সনে সখির উক্তি)