কাইন্দ না রাই পাগল
হইয়া আসবে কালা, গাঁথো মালা, নিরলে বসিয়া।।
সব সখি লইয়া সঙ্গে
সাজাও শয্যা মনরঙ্গে গো
হার গাঁথি বিনা সুতে
দিও গলে পরাইয়া।।
জবা কুসুম সন্ধ্যামালি
নানা রঙ্গের ফুল তুলি গো
আসবে তোমার বনমালি
রাখো শয্যা সাজাইয়া।।
ললিতা বিশখা সখি
সুচিত্রারে আনো ডাকি গো
আসবে তোমার প্রাণপাখি
নিষ্ঠুর কালিয়া।।
মথুরাতে গিয়াছিল
ছলনায় ভুলিয়া রইল গো
তোমার কথা স্মরণ হলো
কয় দুর্বিন শাহ ভাবিয়া।।
(রাধার সনে সখির উক্তি)