কাল হলো যামিনী রে
কান্দে রমণী
যৌবনজ্বালা সার হইয়াছে
কোকিলারই সুরে রে।।
কোকিলা রে, তোর কুহু সুরে
প্রাণে তো বাঁচি না
কোন জঙ্গলায় থাকো
তোমার ঠিকানা জানি না
কান্দাইতে আইলে কেন
ওই না ফাল্গুন মাসে
কেমনে সহিয়া থাকি
বন্ধুয়া বিদেশে রে।।
যৌবন সময় পতি বিনে
নারী বাচে কীসে
যৌবন তরঙ্গ নদী
শুকাইল পিপাসে
যাও রে কোকিল কইও শ্যামরে
নিকটে মরণ
পতিহারা হইয়া নারী
ত্যাজিল জীবন রে।।
শয্যাগত হইল দেহ
উদয় হবে ভানু
প্রাণ থাকতে আইল না আমার
অবলার কানু
কোকিলা রে তোর কুহু সুরে
নিদ্ৰা নাই নয়নে
হঠাৎ কোনদিন এ দুর্বিন শাহ
মরিবে পরানে রে।।
(কোকিল সংবাদ)