কাল প্রেমে হলো না সুরিত

কাল প্রেমে হলো না সুরিত
না জাইনে ঠেকেছি ফান্দে
করিয়া দারুণ পিরিত।।

যখন বন্ধে প্রেম করিল
ছাড়বে না প্রতিজ্ঞা দিলো গো
এখন আমায় ছেড়ে গেল
এই ছিল কি তার উচিত।।

প্রেমজ্বর গায়ে উঠেছে
যাও সখি ডাক্তারের কাছে গো
কলিজা পানি করেছে
একি হলো বিপরীত।।

বলো উপায় কী করি
জ্বর উঠেছে দুই শ ডিগ্রি গো
কবে জানি প্রাণে মরি
লাগিয়া মাঘ মাইসা শীত।।

দুর্বিন শাহর বক্ত বুরা
ভাঙা কপাল লয় না জোড়া গো
জন্মভরে কর্মপোড়া
করিয়া শ্যাম বন্ধের হিত।।

(রাইবিচ্ছেদ)