কালো কালো পাখা, দুইটি নয়ন বাঁকা

কালো কালো পাখা, দুইটি নয়ন বাঁকা
দিলো এসে দেখা একটা পাখি
ধরি ধরি বলে গেল পাখি চলে
ভাবে বুঝি ছিল পরদেশি।।

চূড়ায় ময়ূর পাখা, রাধার নামটি লেখা
অঙ্গেতে আঁকা তার কালো শশী
তারে ছাড়া কেমনে থাকি
শুনো ওগো প্রাণসখি
হইয়াছে পাগল, নাই বুদ্ধি বল
প্রাণেরই সম্বল তাল্লাশি।।

জেনে কর্মপোড়া দিত যদি ধরা
হইয়া থাকতাম তার চিরদাসী
আমি জন্মের মতো হতেম সুখি
শুনো ওগো প্রাণসখি
জন্মের মতো হতেম সুখি।।

লোকে বলে মন্দ লাগিছে ধন্দ
হয়েছি আমি কুলবিনাশী
আমায় বানাইল জন্মদুঃখী
শোনো ওগো প্রাণসখি
বলে দুর্বিন শাহ জেনে কর্মনাশা
দিয়া ভালোবাসা করল দোষী।।

(সখির সনে রাধার উক্তি)