কামিনী সাপিনী জাতি
জাইনে তার রীতিনীতি
ধারে কাছে যাইও না কেউ তোরা রে।।
পাগল মন রে-
যখন নারীর নতুন যৌবন
ইলেকট্রিক কারেন্টের মতন
টাইনা নিবে দিয়া চোখ ইশারা
মারিয়া পিরিতের নেছ
জীবনটা করিবে শেষ
পাগল মন রে-
বিষের জ্বালায় প্রাণে হবে সারা রে।।
পাগল মন রে-
সেই সাপিনীর কামড়
শক্ত চুম্বকে টানিবে রক্ত
ও ওঝা বৈদ্য কতই গেল মারা
মানে না মনসার দোহাই
ঔষধ না পাবে রেহাই
পাগল মনরে-
সেই বিষে মানে না কারও ঝাড়া রে।।
পাগল মন রে-
গুরুর কাছে আছে মন্ত্র
সাপ ধরিবার মহামন্ত্র
সেই অস্ত্র পাইয়াছে যাহারা
সাপিনী দেখলে পরে
এমনি মাথা নত করে
পাগল মন রে-
প্রেমের ফান্দে আপনি দিবে ধরা রে।।
পাগল মন রে-
সেই সাপিনীর পেটের ভিতর
আছে একটা প্রেম সরোবর
মাসে মাসে আছে জোয়ারধারা
যুগ চিনিয়া যে ডুব দিলো
লক্ষ টাকায় মানিক পাইল
পাগল মন রে-
দুর্বিন শাহ কয় সে হইল অমরা রে।।
(কামতত্ত্ব)