কার কাছে জানাব মনের দুঃখরে তুমি বিনে

কার কাছে জানাব মনের দুঃখরে তুমি বিনে
কে আছে আমার দরদি এ তিন ভুবনে রে।।

আমারে করিয়া দোষী, তুই রইলে নিরলে বসি রে
লোকের মুখে ফুটলো হাসি যেখানে যে শুনে রে।।

যখনি বসি নিরলে, প্রেমের আগুন দ্বিগুণ জ্বলে রে
যেদিকে চাই নয়ন তুলে, ঘোর দেখি সামনে রে।।

লুকালে কই প্রাণসখা, বলো কোথায় পাব দেখা রে
মনপ্রাণী যায় না রাখা, কী করি এখন রে।।

বলে পাগল এ দুর্বিন শাহ, তোর প্রেমে লাগিল নিশা রে
বাড়াইয়া ভালোবাসা, শেল দিল পরানে রে।।

(রাইবিচ্ছেদ)