কার মুখ চাইয়া থাকি একা ঘরে গো

কার মুখ চাইয়া থাকি একা ঘরে গো
আমার প্রাণবন্ধু নাই ব্রজপুরে।।

শোনো ওগো সখি তোরা
কই রইল মোর মনচোরা, সই সই লো
পাইলে তোরা এনে দেখাও তারে।।

প্রেমাগুনে গেলে মারা
তার কাছে কইও সখি তোরা, সই সই গো
ও তার প্রেমে মরা দেখিবে নজরে।।

আমায় না পুড়িও, না ভাসাইও
কদম্ব ডালে বেঁধে থইও, সই সই গো
ও তার প্রেমে মড়া দেখিবে নজরে গো।।

এ দুর্বিন শাহর কর্মফলে
প্রাণবন্ধু দেশে আসিলে, সই সই গো
মরণ সংবাদ জানাইও বন্ধু রে গো।।

(সখির সনে রাধার উক্তি)