কে বলে তুমি সর্বশক্তিমান

কে বলে তুমি সর্বশক্তিমান
আহকামুল হাকিম তুমি, তুমি রাহিমু রাহমান।।

ছামিউন বাছির তুমি, কোরানে শুনেছি আমি
দেখো শুনেনা অন্তর্যামী, কল্যাণ কিবা অকল্যাণ
সর্বশাস্ত্রে এই বর্ণনা, হুকুম ছাড়া কিছু হয় না
সৃষ্টি করো বাঁচাও মারো, অন্যায়ের দাও প্রতিদান।।

আসিল বিজ্ঞান জামানা, হুকুমের ধার ধারে না
নিজের ইচ্ছায় সবই করে, দেখি যত বিজ্ঞান।।

ইচ্ছা হলে রাখে মারে, ন্যায়-অন্যায় সবই করে
নির্দোষী থাকে বিচারে, গণ্যমান্য বলীয়ান।।

দেখে শুনে কথা কও না, অন্যায়ের বিচার করো না
ভালো মন্দে সাড়া দেও না, আছ বলে কী প্রমাণ
দুর্বলেরই তত্ত্ব লও না, ডাকলে পরে ডাক শুনো না
সবল রে দেও প্রেরণা, দয়াল নামের এই কি শান।।

মানুষ এবার গেল চন্দ্রে, ফেরেস্তা ভাগিল ডরে
কাছে পাইলে দিত মেরে, ফিট করিয়া মেশিনগান।
তাই দেখিয়া দুর্বিন শাহ কয়, ঘটে ভবের বিপর্যয়
আছ কি না, লাগে সংশয়, ভাবনাতে হয় লোকসান।।

(জীব-পরমতত্ত্ব)