কে যাও রে মদিনার পথে, ওহে মুসাফির।
আমার সালাম কইও, দরবারে নবির।।
নুরে-নুরী তন, নবি আলি মা ফাতেমা
হাসান আর হোসন, ওরা পাক পাঞ্জাতন।
রাখি আশা পদতলে, হইতে মোহাজির।।
ওই নাম অজিফা হরদম, মোহাম্মদ মোস্তফা নবি
ছারওয়ারে আলম, যিনি হাবিবে আজম।
হায় আল্লাহ দেখাও আমারে, নুরানি তাসবির।।
রাহি যাইতে মদিনা, রওজা মোবারক আমারে
দেখাও রাব্বানা, চোখের পরদা রেখো না।
দুর্বিন শাহ পাগল দেওয়ানা, ওই নামের ফকির।।
(নবি স্মরণে)