খোদা তুমি জলিল জব্বার

খোদা তুমি জলিল জব্বার
মহিমা অপার।
করজোড়ে মোনাজাতে
জানাইলাম তোমার দরগাতে
ইশারাতে দেখাইও দিদার।।

আলোকে আঁধার নাশিতে
আপনারাই এশক হইতে
আহাদে মীম করিলা প্রচার।
ধরিয়া উজ্জ্বল জ্যোতি
মীম হইল আহাদের সাথী
আহাম্মদ নাম রাখিলা যাহার।।

নুরেতে ময়ূর সাজাইয়া
সাজরাতুল একিনে নিয়া
পাঞ্জাতনে দিলা অলংকার।
বর্জকেতে রূপ নেহারি
পচিনা হইল জারি
রুহু পয়দা করিলা বান্দার।।

মীমের পয়দার ঢাকনি দিয়া
কৌশলে রহিলা ছাপিয়া
রাসুল রূপে মক্কাতে সাকার।
তুমি আল্লা তুমি নবি
জাহিরা মানবও ছবি
লা-ছুরতে হইলা নিরাকার।।

গুনাগার উম্মত তরাইতে
উদয় হইলা দুনিয়াতে
নিয়া ছিলে শাফায়তের ভার।
তৌহিদের শান্তির বাণী
শুনে শীতল হইল প্রাণী
দুর্বিন শাহরে করিও উদ্ধার।।

(আল্লাহ স্মরণে)