খোদার পাক দরগাতে
খোদার পাক দরগাতে
হাজার দুরুদ, হাজার সালাম
ভেজি মোনাজাতে।।
দ্বিতীয়তে করি বন্দনা
নুর মোহাম্মদ হয় যে জনা
হজরত আলি মা ফাতেমা
দুই ইমাম নিয়া সাথে।।
তার পাছে করি বন্দনা
আবুবকর উমর উসমান যে জনা
এক লাখ চব্বিশ হাজার নবি
সালাম সবার পদেতে।।
তারপরে করি বন্দনা পির আউলিয়া
গাউস কুতুব হয় যত জনা
উস্তাদ, মাতা-পিতার পদে
সালাম দেই শতে শতে।।
পাগল দুর্বিন শাহ বলে
শ্রোতা সবের চরণতলে
ভুলত্রুটি করবেন মার্জনা
এই নিবেদন সভাতে।।
(আল্লাহ স্মরণে)