কী আগুন জ্বালাইল বিধাতায়

কী আগুন জ্বালাইল বিধাতায়
মহরমের চাঁদ করল হয়রান
আসিয়া এই দুনিয়ায়।।

বুঝি না তার ছলচাতুরি
খোদা তোমার কারিগরি রে
বিয়ার দিন সখিনা লাড়ি
হইল রে কারবালায়।।

বিয়া করে সখিনারে
কাসেম গেলেন লড়িবারে রে
একেলা পাইয়া তারে
মারিল কুফর সবায়।।

কাসেম যেদিন শহিদ হইল
দুনিয়া কাঁদিয়া উঠল রে
দুধের শিশু আসগর মরল
তীর খাইয়া কলিজায়।।

ফরজন্দেরই দুঃখ মনে
ইমাম হোসেন গেলেন রণে রে
কাফেরগণে নিষ্ঠুর মনে
গলেতে খঞ্জর চালায়।

এই যে দারুণ পানি বিনে
হোসেন মারা গেলেন রণে রে
দুঃখ দিলা নিরাঞ্জনে
বলে পাগল দুর্বিন শায়।।

(কারবালা স্মরণে)