কী সুখ পাইলে আমারে ভুলিয়া

কী সুখ পাইলে আমারে ভুলিয়া
বন্ধু বিনোদিয়া
কী সুখ পাইলে আমারে ভুলিয়া।।

বন্ধু রে-
নতুন বয়সের কালে
নতুন পিরিত বাড়াইলে
নতুন কথা আমায় গেলে কইয়া
নতুন আশা পুরান হলো রে
ও বন্ধু, পন্থপানে চাইয়া।।

বন্ধু রে-
নতুন যৌবন দেখা দিলো
নতুন বসন্ত আইল
নতুন কোকিল ডাকে ডালে বইয়া
নতুন ফুলের নতুন মালা রে
ও বন্ধু, কার গলে যাব দিয়া।।

বন্ধু রে-
নতুন বাঁশি হাতে লইয়া
নিত্য বৃন্দাবনে যাইয়া
নতুন সুরে ডাকো নাম ধরিয়া
নতুন সুরে নতুন জ্বালা রে
ও বন্ধু, নতুন গান শুনিয়া।।

বন্ধু রে-
নতুন কলসি গলায় লইয়া
নতুনও যমুনায় যাইয়া
নতুন জলে মরিব ডুবিয়া
দুর্বিন শাহ কয় আমি মরলে রে
ও বন্ধু নতুন সুখ যাবে পাইয়া।।

(রাইবিচ্ছেদ)