কী সুন্দর চালাইল তরি
চালাইলে চলে, জলে কি স্থলে
করেছে আজব কারিগরি।।
তরি চোদ্দো পোয়া লম্বা হয়
দুই ধারে পাখা রয়
আগুন-হাওয়া-মাটি-জল দিয়াছে ভরি
দেখতে কী সুন্দর অতি মনোহর
দ্বারে দ্বারে আছে প্রহরী।।
তরি ভিতরে খোলা
মাঝখানে চুলা
দিতে হয় কয়লা বোঝাই করি
নয়টি জানালা রইয়াছে খোলা
ভিতরে তার আটটি কুঠরি।।
ঘড়ি আছে একটা
সঙ্গেতে ঘণ্টা
প্রতি সেকেন্ডে মারে বারি
দিনেতে শুমার, চব্বিশ হাজার ছয়শবার
পাগল দুর্বিন শার দুই লহরী।।
(দেহতত্ত্ব)