কোকিলা রে-
ও তোর ডাক শুনিয়া
নিদ্রা নাহি ধরে
কুহু কুহু সুরে তুমি
ডাকিতেছ কারে রে কোকিলা
আমার মতো দুঃখী নাই সংসারে।।
কোকিলা রে-
যৌবননদীর ঢেউ উঠিল
তোমার কুহু সুরে রে কোকিলা
তোমার কুহু সুরে
এই বসন্তে কেন আইলে
কান্দাইতে আমারে রে কোকিলা।।
কোকিলা রে-
নতুন যৌবনের সময়
বন্ধু নাই মোর ঘরে রে
কোকিলা, বন্ধু নাই মোর ঘরে
নতুন যৌবন টাটকা মধু
দান করিব কারে রে কোকিলা।।
কোকিলা রে-
বিধি যদি দিত পাখা
আমারে ওই শরীরে
কোকিলা, আমার ওই শরীরে
দুর্বিন শাহ কয় উড়ে যাইতাম
প্রাণবন্ধুয়ার ধারে রে কোকিলা।।
(কোকিল সংবাদ)