কোথায় সেজন, জানে কোন জন
যেজন সৃজন লয় করে।।
কিংবা শূন্যে স্বর্গে ভূতলে ভুগোলে
অনল অনিলে পাহাড় কি জঙ্গলে
আকাশ ও পাতালে সপ্ত ভূমণ্ডলে
আলোতে আঁধারে কি অন্ধকারে।।
কিংবা পথে পথে, ঘটে কি ঘাটে
তপে-যাগে-যজ্ঞে, ওই যোগীর যে বটে
সরলে কি শঠে, হোটেলে কি হাটে
পথে কি পাথারে কি প্রান্তরে।।
কিংবা লন্ডন মার্কিনে ফ্রান্স কি চীনে
বার্মা বেঙ্গলে বোম্বে হিন্দুস্তান পাকিস্তানে
নেপাল কি ভুটানে কাবুল গুজরাটে
ব্রহ্মাণ্ডে কি অস্ত্রের বাইরে।।
দুর্বিন শাহ বলে ক্ষিতি-অপঃ-জলে
মলয় হিল্লোলে পাই না তারে
ও সে নিকটে দূরে অন্তর-বাহিরে
মসজিদ গির্জা কি মন্দিরে।।
(জীব-পরমতত্ত্ব)