কুদরতেতে করিম সোবাহান
সংসারে জীবগণ তোমারই সৃজন
করতেছ পালন হইয়া নিগাহবান।।
ত্রিমহীমণ্ডলে জীবগণ দলে দলে
সৃজন করিয়া দিলে দেখিতে শান
আকাশ পাতাল নদী ত্রিভুবনাদি
সৃজিয়াছ যত পাহাড় ও ময়দান।।
আদম হাওয়া বানাইলা বেহেস্তে রাখিয়া
ফেরেস্তা ডাকিয়া করিলেন প্রমাণ
পাপময় মকরম নাহি মানে হুকুম
ঘৃণার সাথে নাম রাখিলেন শয়তান।।
তোমারই ছলনায় গন্দম খাওয়ায়
পাঠাইলেন দুনিয়ায় হইয়া মেহেরবান
ইউনুস মাছের ভিতর ইব্রাহিম অগ্নি ‘পর
মুসারে কুহেতুরে করিলা ত্রাণ।।
শ্রেষ্ঠ নুর মোহাম্মদ মহিমার নাই হদ
আসিলেন দুনিয়ায় সঙ্গে কোরান
ওই নবির উসিলায় উম্মতে তরায়
দুর্বিন শাহ খেলা দেখে পেরেশান।।
(আল্লাহ স্মরণে)