মাগো, তোর নিষেধ মানব না
হয়ে দণ্ডধারী সাজিয়া ভিখারি
এ বিশ্ব জুড়ি করব ভ্ৰমণা।।
মাগো, তোমায় বলে যাই ভারতী গোসাঁই
জগতে কেহ নাই তার তুলনা
সে যে নিত্য নিরঞ্জন দেখাইয়া রতন
ভুলাইল মন করে ছলনা।।
মাগো, তোমার নিমাই চান হইয়াছে পাষাণ
বুঝ দিলে আর বুঝ মানে না
যাব নিমের তলে যা আছে কপালে
কৃষ্ণপদ করব ধারণা।।
মাগো, ভিক্ষা মেগে খাব নগরে বেড়াব
হরিগুণ গাবো মনে বাসনা
বিষ্ণুপ্রিয়া নিয়া থাকো বসিয়া
কয় দুর্বিন শাহ নিমাইর আশা আর কইর না।।
(সন্ন্যাসতত্ত্ব)