মালিক সাঁই নিরঞ্জন খোদা

মালিক সাঁই নিরঞ্জন খোদা
তোমায় চিনে শক্তি কার
তোমারে চিনিতে হইলে
যেতে হয় পাগলের বাজার।।

তোমাকে চিনিতে গেলে
শরিয়তে পাগল বলে
পাগল বলা আগর চন্দন
কামিল পিরের হয় দরকার।।

যতেক প্রেমিকগণে
তোমায় পাইবার আশা মনে
হাবুডুবু খাইয়া মরে
পাইয়া কুল কিনার।।

ফরমাইয়াছেন কাবাতুল্লা
কুলুবিল মুমিনিন আরশিল্লা
ওয়াল্লাহু খায়রুল মাকিরিন
এই ভাবনায় ইন্তেজার।।

নাহনু আকরাবু শানে
মিলিয়াছেন আদম তনে
রহিমও রহমান নামে
উজ্জ্বল রাখছেন এ সংসার।।

‘মান আরাফা নাফছাহু
ফাক্কাদ আরাফা রাব্বাহু’
দুর্বিন শাহ কয় এই হুকুম
শুনলে প্রাণী বেকারার।।

(জীব-পরমতত্ত্ব)