মান কুলমান সব ছাড়িলাম

মান কুলমান সব ছাড়িলাম
ওই যমুনায় যাইয়া
প্রাণসখি গো
কদম ডালে বসে ডাকে
নিষ্ঠুর কালিয়া।।

প্রাণসখি গো
নাম ধরিয়া ডাকে কালায়
বাঁশিটি বাজাইয়া
ডাক শুনিয়া জলে আইলাম
কলসি কাখে নিয়া।।

প্রাণসখি গো
জলের ছায়ায় রূপ দেখিয়া
প্রাণ উঠে চমকিয়া
হঠাৎ এসে চিকনকালা
বস্ত্র নিলো কাড়িয়া।।

প্রাণসখি গো
নয়ন জলে বুক ভেসে যায়
কান্দিয়া কান্দিয়া
কাঙ্খের কলসি জলের স্রোতে
এমনি যায় ভাসিয়া।।

প্রাণসখি গো
মনপ্রাণ কাড়িয়া নিলো
নয়নবাণ মারিয়া
দুর্বিন শাহরই সোনার যৌবন
নিলো ফাঁকি দিয়া।।

(সখির সনে রাধার উক্তি)