মেরাজে যাবে যদি ওরে মন
পবন বোরাকে চড়ো
আরশে করো গমন।।
মন রে
বন্ধ করে নয় জানালা
দমঘরে দেও নামের তালা
অন্তঃপুর হবে উজালা
ঘুচে যাবে আবরণ।
হুরপরি ফিরিস্তারা
চতুর্দিকে দেয় পাহারা
সাবধান, দিও না ধরা
মুর্শিদ নাম রাখিও স্মরণ।।
মন রে
দেহ কাবায় নামাজ পড়ো
পবন বোরাকে চড়ো
বায়তুল মোকাদ্দসের ঘর
ফিরিস্তারা পাবে দর্শন।
বরজকে করে নিশানা
আকাশ পথে হও রওয়ানা
নিগাবান সঙ্গে নেও না
মূল ফিরিস্তা চারিজন।।
মন রে
সপ্ত আকাশ পাড়ি দিলে
মগজের এই কেন্দ্রস্থলে
সেদরাতুল মুনতাহা মিলে
করো সেথায় আরোহন।
ফিরিস্তারা যাবে ছাড়ি
আসিবে রফরফ সওয়ারি
মহাশূন্য যাবে উড়ি।
সামনে পাবে রৌশন।।
মন রে
ফরমাইয়াছেন বারি তালা
কুলবিল মুমিনিন আরশিল্লাহ
সে মোকামে করে খেলা
পাক নুরি হয় যেজন।
সাত পরদা ভেদ করিলে
জাতের সনে ছিফত মিলে
নিষেধ আছে দলিলে
সে জন্য রাখি বারণ।।
মন রে
সে মোকামে চোদ্দো কোঠা
নুর তজল্লি নুরের ছটা
লাম আলিফের প্যাঁচে আটা
ছাড়ে তালা সর্বক্ষণ।
মীমের প্যাঁচে চাবি দিলে
লাম আলিফের তালা খুলে
দুর্বিন শাহ কয় ভাগ্য বলে
হাজারে যায় দুই-একজন।।
(সাধনতত্ত্ব)