মদনমোহন রূপে

মদনমোহন রূপে
আমার মন করেছে চুরি গো
বলো সে রূপ কেমনে পাসরি।।

বাড়ি ছাড়িলাম ঘর ছাড়িলাম
সই গো হইলাম দেশান্তরী
আপ্ত জ্ঞাতি সবে দোষে
শ্যামকলঙ্কী নারী গো।।

ভুবন মোহন রূপের কিরণ
সই গো যেমন বলিহারি
দেখিলে জীবন বাঁচে
আমি না দেখিলে মরি গো।।

দুর্বিন শাহ কয় সদায় জাগে
সই গো সে রূপ মাধুরী
মনে করি ভুলি তারে
আমি ভুলিতে না পারি গো।।

(সখির সনে রাধার উক্তি)