মন কান্দে রে, দিল কান্দে রে

মন কান্দে রে, দিল কান্দে রে
কোথায় পাব তোমারে গো
আয় মোহাম্মদ সাল্লিওয়ালা
আয় মোহাম্মদ কামলিওয়া।।

নুরে আলা নুরে নবি
তব নুরে পয়দা সবি
আল্লার আলম তামাম
দুরুদ হাজারবার ভেজি উপরে তোমার
আরও ভেজি হাজার সালাম
নাজিল তোমার পরে হলো পাক কালাম
তুমি শেষ রাসুলউল্লাহ।।

রবিউল আউয়াল চান্দে
সোমবার সুবেহ সাদেকে
আসিলেন দুনিয়ার মাঝার
আমেনার গর্ভেতে কুরেশ বংশেতে
জন্ম নিলেন ভাগ্য সবাকার
বেটা তুমি হও আবদুল্লার
দুজাহান করেছ উজালা।।

কঠিন বিচারের দিনে
কে তবে তুমি বিনে
বান্দা যত গুনাহগার
আউলিয়া আম্বিয়া সবে, নফছি নফছি ফুকারিবে
ঈসা-মুসা যত পয়গাম্বর
তব পরে শাফায়তের ভার
উম্মতি উম্মতি রবে কাঁদিবেন একেলা।।

আরশের পায়া ধরে
কাঁদবে তুমি জারে জারে
চোখে অশ্রু বহিবে তোমার

পাপীতাপী গুনাগার নালায়েক উম্মত আমার
পার করে দাও পরওয়ারদেগার
কান্দিবেন ফেরেস্তা আল্লার
মাগফেরাত করো খোদাতালা।।

এমন দয়াল নবি ভবে
না আসিবে কভি
নবি নামটি করো সবে সার
হও সব হুঁশিয়ার, আখেরাতে হবে পার
উসিল্লাতে নবি মোস্তফার
দুর্বিন শাহ কয় ভরসা তোমার
আমায় দিও সেই চরণেরই ধুলা।।

(নবি স্মরণে)