মনটা কেন উড়ে পুবালিয়া ঝড়ে রে

মনটা কেন উড়ে পুবালিয়া ঝড়ে রে
সাত সমুদ্র তের নদীর পারে।।

সাগরে উঠেছে ঢেউ সঙ্গে আমার নাহি কেউ
কান্দে প্রাণ কান্দে সেই ডরে
নীড়ভাঙা ঢেউয়ের ফাঁকে, ভয় দেখায় কুম্ভীরে।।

মনটা উড়ে যেতে চায়, পাখা নাহি আছে গায়
মন চায় ঝাঁপ দিব সাগরে
কত মাঝি ভয় পাইয়া, বসে কান্দে তীরে।।

মনে লয় দিব পাড়ি, দুর্বিন শাহর ভাঙা তরি
দাঁড় বৈঠা নাই, কেমনে যাই সে পারে
মাস্তুল ভাঙা ছিড়া বাদাম, বাতাসে না ধরে।।

(পাথরঘাটা)