নাম জপো রে, বসিয়া নিরালা

নাম জপো রে, বসিয়া নিরালা।
ধ্যানে দিদার লাভ করিবে
দেখবে চিকন কালা
ও ভাই, নাম জপো রে।।

ভাই রে ভাই-
নয় দরজা বন্ধ করে
দম ঘরে দাও চাবি
ছয় লতিফায় তাল বাজিবে
দেখবে আজব ছবি।
বরজকে ধ্যান করিয়া
ঘরের ভেতর যাও
সাত পরদা ভেদ করিয়া
নিরখিয়া চাও।।

ভাই রে ভাই-
কুলবিল মুমিনে আছে
আরশে আল্লাতালা
মুর্শিদ রূপে বিরাজ করে
নুরেরই পুতুলা।
ফানা ফিল্লা বাকা বিল্লা
ফানাফি শেখ আর
ফানাফি রসুলে গিয়া
পাইবে দিদার।।

ভাই রে ভাই-
চার মঞ্জিলে ছয় লতিফা
করিলে সাধন
মাটির দেহ খাঁটি হবে
অমূল্য রতন।
দুর্বিন শাহ কয় ভয় পাইবে
আসিলে শমন
সশরীরে স্বর্গধামে
করিবা গমন।।

(মনঃশিক্ষা)