নাম স্মরণে ভাসাইলাম রে

নাম স্মরণে ভাসাইলাম রে
মানব তরণী
অকূল নদীর ঢেউ দেখিয়া
ভয়ে কান্দে পরানি।।

মলে নাই জাংগা টানা
ছিড়া বাদাম হাইল মানে না
সিচিতেছি পানি
বাইন ছড়াইয়া উঠে জল
-করলাম তার গাব-গাতুনী।।

মাঝি-মাল্লা যত ছিল
সকলই পালাইয়া গেল
কাঁদি একাকিনী
ঢেউয়ের ফাঁকে লাখে
লাখে ভয় দেখায় কুম্ভীরানি।।

নাম শুনেছি দীনবন্ধু
পার করো ভবসিন্ধু
কাঙালও জানি
কয় দুর্বিন শাহ মনে আশা
শুনে দয়াল নামের ধ্বনি।।

(পাথরঘাটা)