নামাজ আমার হইল না আদায়
নামাজ আমি পড়তে পারলাম না
দারুণ খান্নাছের দায়।।
ফজরের নামাজের কালে
ছিলাম আমি ঘুমের ঘোরে
জোহর গেল আইতে-যাইতে
আছর গেল কামের দায়।।
মাগরিবের নামাজের কালে
গিয়াছিলাম গোয়ালঘরে
গাভী রইল হাওরেতে।
বাছুর আমার বান্ধা নায়।।
এশার নামাজ কালে
বিবি বলে চাউল ফুরাইছে
ছেলে মেয়ের কান্দন শুনে
কান্দে পাগল দুর্বিন শায়।।
(সংসারতত্ত্ব)