নিখিল ব্রাহ্মাণ্ডে প্রতি দেহ ভাণ্ডে

নিখিল ব্রাহ্মাণ্ডে প্রতি দেহ ভাণ্ডে
খেলিছ অখণ্ডে থাকিয়া একা।।

কত শত নামে হয়েছ ব্যক্ত
লক্ষ কোটি সুরত নাহি আদি অন্ত
দূর হইতে হয় দূরান্ত
তোমায় তল্লাশ করে দেখা।।

রাখো মারো চালাও সব তব কৃতি
যাহা ইচ্ছা করো নেও না কার যুক্তি
সব কর্মে ধর্মে তব হাতে শক্তি
তুমি যে বৃক্ষ মোরা হই শাখা।।

গরমে দিয়াছ শীতল বায়ু
আঁচলে করতেছ সচল স্নায়ু
সবকিছু করো ইচ্ছা অনুযায়ী
বুঝে না কর্ম হয়েছি বোকা।।

কেহ সিংহাসনে করেছ বাদশা
কেহ গাছতলে পায় দুর্দশা
ব্যাকুল সুরে বলে দুর্বিন শাহ
মর্ম বুঝিতে হয় গো ঠেকা।।

(আল্লাহ স্মরণে)