নির্দয়া সংসারে কেন দিলায় রে প্রভু
কোথাকারে আছ ভুলিয়া রে নির্দয়া সংসারে।।
প্রভু সত্য জগৎ মিথ্যা দিয়াছ প্রমাণ
বুঝিতে শক্তি নাই আমরা যে অজ্ঞান
মায়াবী ছলনায় ফেলেছ আমায়
সংসার যাতনায় ঘুরি কাদিয়া রে।।
ভাই বন্ধু পুত্র বলি আপন আপন
সময় পড়িলে কেউ উদ্ধারে না কখন
সংসার বিদেশে মিছা প্রবাসে
রঙ্গরসে দিন দিলাম কাটাইয়া রে।।
মরিবার সময় এলে কেহ নাহি চায়
কবে আমার মরণ হবে থাকি ভাবনায়
মরিয়া গেলে মিলিয়া সকলে
ধন-রত্ন টাকা-কড়ি নিবে বাটিয়া রে।।
এই ভেবে ভাই বন্ধু করে যে চাতুরি
মরিয়া গেলে শেষে করে মারামারি
বলে দুর্বিন শাহ লেগেছে নিশা
সংসারে ব্যবসা দেখিয়া রে।।
(জীব-পরমতত্ত্ব)