নিরলে বসিয়া কাঁদি
না পাইয়া সন্ধান রে
নিষ্ঠুর পাষাণ
তোর জন্য কানতে কানতে
গেল দুই নয়ান।।
পাষাণ রে-
দেশে হইলাম কলঙ্কিনী
লোকে করে কানাকানি
মুই অভাগী সদায় শুনি
দিয়া দুইটি কান
বনপোড়া হরিণের মতো
আর আমায় কাঁদাবে কত
কার প্রেমেতে হইয়া মত্ত
থাকো অন্যস্থান।।
পাষাণ রে-
চাতক এক পাখি জঙ্গলে
বসিয়া বৃক্ষের ডালে
মেঘ না পাইয়া
আকাশ পানে করে থাকে ধ্যান
বন্ধু আমায় সেই দশা
করিয়া তোমারই আশা
পন্থপানে চাইয়া থাকি
চাতকের সমান।।
পাষাণ রে-
করুণা তোর জগৎ জোড়া
দয়ারই ভাণ্ডার ভরা
আমারে করিলে সারা
এই কি তোর বিধান
করুণার এক বিন্দু দিয়া
দুঃখিনীরে যাও দেখিয়া
দুর্বিন শারই ফুলের মধু
একবার করো পান।।
(রাইবিচ্ছেদ)