নিষ্ঠুর বন্ধুয়া রে

নিষ্ঠুর বন্ধুয়া রে
পাষাণবান্দা হিয়া
কোন পরানে অবলারে
গিয়াছ ভুলিয়া রে।।

প্রতিজ্ঞা করিয়াছিলে
মাথায় হস্ত দিয়া
এ জীবনে তুই আমারে
যাবে না ছাড়িয়া
কোন রমণীর সঙ্গ পাইয়া
রইয়াছ ভুলিয়া
একদিন কি পড়ে না মনে
যাইতে দেখিয়া রে।।

আমি বা কোন দোষের দোষী
আমি তো জানি না
আমার মনে যে বাসনা
সকলই তোর জানা
তোমায় ছাড়া এ অভাগী
দাঁড়াব কার ধারে
আমার মনে যেই বাসনা
জানাব আর কারে রে।।

যত দূরে যাও রে বন্ধু
তত দূরে দেখি
নয়নের জল কালি করে
তোমার নামটি লেখি
হৃদয় ছিড়ি পত্র লেখি
পাঠাব কার হাতে
দুর্বিন শাহর আপন বলতে
কেউ নাই আর জগতে রে।।

(রাইবিচ্ছেদ)