নবি আমার আশকেরই তরি, আহা মরি
আউয়ালে ছিলেন আরশে
আইলেন আবদুল্লার ঔরসে
মরুদেশে জন্ম হয় যাহারি।।
মায়ের নামটি হয় আমিনা
গুণের যার নাই তুলনা
তিনার গর্ভে হলেন অবতরি
খেলিতে প্রেমখেলাএ জগতে জন্ম নিলা
কুদরত উল্লার আজব কারিগরি।।
আরশে রাখিয়া ছায়া
জমিনে আনিলেন কায়া
আরশে আজম কোরেশ জাতি নুরি
যার খাতিরে কোরান আইল
সেই কোরানে প্রমাণ দিলো
চার তরিকার পয়গাম্বর আখেরি।।
আউয়ালে আহাদ ইছিম
আহাদ হইতে সৃজিল মীম
সেই মীমেতে মোহাম্মদ নাম যারই
শরিয়তের পর্দা দিয়া
রইলেন অমর হইয়া
নিবেন বলে উম্মত উদ্ধারি।।
ফেরেস্তা-জিন-ইনসান
যার প্রেমেতে হয় পেরেশান
দোজাহানো তিনার অধিকারী
সেই চরণের প্রেমিক যারা
সাজিয়া ফুলের ভ্রমরা
জন্মভরা করে ঘোরাঘুরি।।
শরিয়তে আছেন গোপন
মারফতে মিলনে দর্শন
তরিকতে রাস্তা লও গিয়া ধরি
হকিকতে হক পাছান
তবে পাবে তার সন্ধান
সেই প্রেমেতে দুর্বিন শাহ ভিখারি।।
(নবি স্মরণে)