নবিজি, নবিজি, নবিজি-
তব চরণ পরশে আঁধার ঘুচিল মরুদেশে।।
পাপীতাপীর দায়, জন্ম নিয়াছ মক্কায়
সাধিবারে কাজ, আপে গেলেন মেহেরাজ
সফিউল মুজনবিন, সফিউল মুজনবিন, বিশ্ব মুগ্ধ সুবাসে।।
কত আশিকান, প্রেমে দিলো প্রাণ
পাইতে চরণ, করে কঠোর সাধন
ইয়া রাসুল, ইয়া রাসুল, ইয়া রাসুল, জপে হুঁশ বেহুঁশে।।
নুরেরই সুরত, ফেরেস্তা খাসলত
করিলেন গুলজার, দুনিয়ার মাঝার
পয়গাম্বর, পয়গাম্বর, পয়গাম্বর তুমি সর্বশেষে।।
নুরেরই পুতুল, আশিকে বুলবুল
যাইতে ফুলসেরাত, করিবেন শাফায়াত
দুর্বিন শাহ, দুর্বিন শাহ, দুর্বিন শাহ আছে চরণ আশে।।
(নবি স্মরণে)