নবির গুণ আর বলব কারে

নবির গুণ আর বলব কারে
নবির আউয়াল কলিমায়
আশিকান সভায়
পাগল সাজাইল সবারে।।

নবি নুরের স্বত্ব, ইসলাম তত্ত্ব
ত্রিভুবন মত্ত, নবিজির নুরে
আসমান জমিন, এলাহি আলমিন
করিলা সৃজন যার খাতিরে।।

নবি ইসলাম তরি, পতাকাধারী
হবে কাণ্ডারি, কূল আখেরে
কাণ্ডারি হইয়া যাবে তরি বাইয়া
হাসন-হুসন দাঁড়ি দুই কিনারে।।

তরি মা ফাতেমা, কেবলই মহিমা
মাস্তুল হজরত আলি দিবেন উপরে
আবুবকর বাদাম, গুণ টানে উসমান
তরি নিগাবান খাত্তাব উমরে।।

নবিজির প্রশংসা কী বলিবে দুর্বিন শাহ
আমি কর্মনাশা এই সংসারে
প্রেমেরই দেওয়ানা, জঙ্গলায় ঠিকানা
কাদিয়া ঘুরি দ্বারে দ্বারে।।

(নবি স্মরণে)