নতুন গাঙে প্রেম তরঙ্গে

নতুন গাঙে প্রেম তরঙ্গে
আসবে জোয়ার
কাম পাহাড়ের ধাক্কার চোটে
ভাঙিল মণিপাহাড়।।

লুলু মারজান উল্টা সে নদী
ঊর্ধ্বমুখে নদীর স্রোত বয় নিরবধি
সেই নদীতে ছয়টা বাদী
যারে পায় করে সংহার।।

সেই নদীতে সবই পড়েছি
উল্টা নদী পাড়ি দিয়া ভবে এসেছি
আব-আতশ-খাক-বাদে
ধরেছি দেহের আকার।।

পঞ্চচন্দ্রে খেলা চমৎকার
‘আদি নিজ অনুমত গরল একটা ভাব’
রোহিণী হয় নাম আর একটার
সেইটা হয় কাছে মাইয়ার।।

চব্বিশ হাজার ছয় শ ধারা বয়
গরলেতে আছে সুধাকর পরিচয়
ভেবে পাগল দুর্বিন শাহ কয়
জানো তথ্য সারাসার।।

(কামতত্ত্ব)