নুর মোহাম্মদ ছাল্লিআলা
ইসলাম পতি, উম্মতের সারথি
দুজাহান তরানেওয়ালা।।
আউয়ালে আহাদ, দুওমে আহাম্মদ
ছিওমে মোহাম্মদ, চাঁদের উজালা।
চাহারমে রাসুল, দুজাহানের মকবুল
রঙিন গোলাপফুল, পুস্পমালা।।
আবুবকর উসমান, আনিলেন ইমান
আবু জেহেল প্রমাণ নাহি মানিলা।
প্রিয় মুসলিম ওলিগণ, দ্বীনে আসে জনে জন
ভ্রমরা যেমন ফুলে উতালা।।
শুনেছি কোরানে, আপনার কর্ণে
ওয়াতি রাসুল ওয়াতি উল্লা।
সে চরণের আশা, মনে রাখি ভরসা
পাগল দুর্বিন শাহ রাহে লিল্লা।।
(নবি স্মরণে)