ও ভাই রাখোনি খবর
কুনো ব্যাঙের পেটের ভিতর
থাকে অজগর
কুনো ব্যাঙের পেটের
ভিতর থাকে অজগর।।
ভাই রে ভাই,
ব্যাঙের ভিতর সাপের বাসা
মানুষ খাইতে চায়
মরা দেখলে দূরে থাকে
জ্যান্ত ধরে খায়
উল্টা দেশের উল্টা কথা
শুনলে লাগে ডর
ছয় বলদে হাল জুড়েছে
লেজ কাটা বান্দর।।
ভাই রে ভাই,
ইদুরে খায় বিড়াল ধরে
গাইয়ে মারে বাঘা
ইছা মাছের লাথি খাইয়া
হাতির ছুটে হাগা
টুলি ফাঁড়ি বলদ ছিঁড়ে
পাগায় দিল লড়’
ছাগলে খায় শিয়াল ধরে
বাঘে পাইল ডর।।
ভাই রে ভাই,
মশা মাছির হুংকারে
পাহাড় ভাঙি যায়
তিন দিনের মরা গরু
শকুন ধরে খায়
ভেড়ীর পেটে
বান্ধিয়াছে চিতাবাঘে ঘর
তিন পাইয়া কুকুরের ডরে
সিংহের উঠে জ্বর।।
ভাই রে ভাই,
কত হস্তি বান্ধা রইল
মাকড়ের জালে
হাজার টাকার বাগান খাইল
তিন টাকার ছাগলে
দুষ্ট নারীর ছলে
নষ্ট অযযাধ্যা নগর
মুখপোড়া বান্দরে মজায়
সোনার লঙ্কা চর।।
ভাই রে ভাই,
নিম গাছেতে কাঁঠাল ধরে
তাল ধরে বেলগাছে
কুম্ভীর খাইয়া হজম করে
বালিগড়া মাছে
দুর্বিন শাহ কয়
মরার পেটে জিন্দারই কবর
গাছের আগায় মাছের বাসা
প্রশান্ত সাগর।।
(নিগুড়তত্ত্ব)