ও কোকিল তোর সুরে কাঁদে প্রাণি

ও কোকিল তোর সুরে কাঁদে প্রাণি
ডাক শুনিয়া ঘুম ভাঙিয়া হইলাম রে উদাসিনী।।

ছিলাম আমি কাল স্বপনে, প্রাণবন্ধু দেখি সামনে রে
মিশাইয়া প্রাণে প্রাণে, বলি দুঃখের কাহিনি।।

কুহু কুহু গান শুনিয়া, হঠাৎ গেল ঘুম ভাঙিয়া রে
চক্ষু মেলে দেখি চাইয়া, কাছে নাই গুণমণি।।

কোকিল বসন্তকালে, কাঁদাইতে কেন এলে রে
কইও বন্ধের চরণ তলে, দুর্বিন শাহর খবরখানি।।

(কোকিল সংবাদ)