ও মন বলি তোমায়

ও মন বলি তোমায়
নামাজ রোজা হজ জাকাতে
মুক্তি পাওয়া যায়।।

মন রে-
পলকে করো সজিদা
সামনে রাখিয়া খোদা
ধ্যান করিলে দিদার পাওয়া যায়
চব্বিশ হাজার ছয় শ বার
নামাজের রাখিয়া শুমার
দমে দমে পড়ো সর্বদায়।।

মন রে-
খোদার হুকুম আছে সোজা
সকলে রাখিতে রোজা
রুহু তাজা রোজার উছিল্লায়
খানাপিনি না খাইলে
রোজা হয় না কোন কালে
নফছ রোজা হাদিসে ফরমায়।।

মন রে-
নফছ রোজা করো যদি
দূরে যাবে ভবব্যাধি
রিপু আদি ডরাইবে তোমায়
এইটা হলো খাঁটি রোজা
মনপ্রাণ থাকিবে তাজা
হাজার ফরজ হইবে আদায়।।

মন রে-
যদি চাও হজ করিতে
যাও চলে পিরের খেদমতে
কেবল কাবা আছে সেই জাগায়
মুর্শিদ নয় আরফাতের কোব্বায়
করিলে তৌবা
গুনা মুক্ত হবে দুনিয়ায়।।

মন রে-
মুর্শিদ দেখা মেহেরাজ
আদায় হবে হজের কাজ
শত হজের নেকি পাবে তায়
মোমিনের দিল খোদার ঘর আগে
তারে তওয়াফ করো
কোরানে বলছে ইশারায়।।

মন রে-
জাকাত যদি চাও রে দিতে
সব ছাড়িয়া এক মনেতে
বিকাইয়া যাও চরণসেবায়
আপনাকে দান করিলে
ইহকাল কি পরকালে
মুক্তি পাবে মুর্শিদ কৃপায়।।

মন রে-
মুর্শিদর চরণ ধরো
তৌহিদের কলেমা পড়ো
মরার আগে মরো এ ধরায়
মরার আগে মরো যদি
দূর হবে তোর ভবব্যাধি
বলে কবি পাগল দুর্বিন শায়।।

(মারিফততত্ত্ব)