অচিন এক জংলি পাখি

অচিন এক জংলি পাখি
এ দেহ পিঞ্জরে থাকি
ডাকে পাখি নিজ নাম ধরিয়া রে।।

পাগল মন রে,
দুইশত ছয়টা শিকল দ্বারা
বানাইয়া সাধের পিঞ্জিরা
রগের টানা চামড়ার ছানি দিয়া
পাখিটা দিয়া রে ভিতরে
শিকারি বসিয়া দূরে
পাগল মন রে,
রঙের খেলা যাইতেছে দেখিয়া রে।।

পাগল মন রে,
পাখির বাসা ঢাকা শহর
রাখে সে বিলাতের খবর
থাকে সদায় চঞ্চল ভাব ধরিয়া।
আসা যাওয়া ঘরে বাইরে
ফাঁকি দিয়া যাইতে পারে
পাগল মন রে,
প্রেমের ফাঁদে আছে বন্দি হইয়া রে।।

পাগল মন রে,
শিখাইলে মিষ্টি বুলি
করে কত গালাগালি
জংলি সুরে কত যায় বলিয়া।
মনে চায় ধরি তারে
হাত বাড়াইলে পাই না ধারে
পাগল মন রে,
আছে মাত্র ভাবে যাই বুঝিয়া রে।।

পাগল মন রে,
দুধ কলা মিঠাই ছানা
খাওয়াইয়া তার মন পাইলাম না
পিঞ্জর ফেলে যাইতে চায় উড়িয়া
পাখিটা জাতে অধরা
হঠাৎ কোনদিন দিবে উড়া
পাগল মন রে,
দুর্বিন শাহরই পিঞ্জর খালি থইয়া রে।।

(জীব-পরমতত্ত্ব)